ইমাম মেহেদী দাবি করা সেই নুরা পাগলার মাজারে ভাঙচুর ও অগ্নিসংযোগ

ইমাম মেহেদী দাবি করা সেই নুরা পাগলার মাজারে ভাঙচুর ও অগ্নিসংযোগ

অনলাইন ডেস্ক, মোরনিউজবিডি
অনলাইন ডেস্ক, মোরনিউজবিডি

প্রকাশিত: ১২:১৬ ৫ সেপ্টেম্বর ২০২৫

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় নিজেকে ‘ইমাম মেহেদী’ দাবি করা বিতর্কিত ব্যক্তি মো. নুরুল হক ওরফে নুরা পাগলের মাজারে আজ শুক্রবার (৫ সেপ্টেম্বর) স্থানীয় জনতা ব্যাপক ভাঙচুর চালিয়ে অগ্নিসংযোগ করে। এতে পুরো মাজারটি ধ্বংস হয়ে যায় এবং এলাকায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।

সম্প্রতি ওই মাজার নিয়ে এলাকায় উত্তেজনা তৈরি হয়, কারণ মৃত্যুর পর নুরুল হকের ভক্তরা তার নির্দেশনা অনুযায়ী তাকে মাটি থেকে প্রায় ১২ ফুট উঁচুতে একটি বিশেষ কাঠামোতে দাফন করে। স্থানীয় মুসলিম সম্প্রদায় ও তৌহিদী জনতা এই ধরনের কবর ইসলামবিরোধী এবং বিদআত আখ্যা দিয়ে কবরটি সমতল করার দাবি জানায়। স্থানীয় ইমাম কমিটিও এই দাবির সঙ্গে একমত হয়ে প্রশাসনের মাধ্যমে পদক্ষেপ নিতে আহ্বান জানায় এবং দাবি না মানলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেয়।

আজ শুক্রবার বেলা ১টার দিকে, উত্তেজিত জনতা মাজার এলাকায় জড়ো হয়ে প্রথমে কবর ও আশপাশের স্থাপনায় ভাঙচুর চালায়। পরে মাজারে আগুন ধরিয়ে দেয়। আগুনে মাজারের কাঠামো পুড়ে যায় এবং ভক্তদের নির্মিত কবর সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যায়।

জানা যায়, নুরা পাগল দীর্ঘদিন ধরে নিজেকে 'ইমাম মেহেদী' হিসেবে দাবি করে আসছিলেন এবং কিছু অনুসারী তার এই দাবিকে বিশ্বাস করলেও স্থানীয় ধর্মীয় নেতৃবৃন্দ ও ইসলামী চিন্তাবিদরা তাকে ভণ্ড ও গোমরাহ হিসেবে চিহ্নিত করেন। তিনি ২৩ আগস্ট ২০২৫ তারিখে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

ঘটনার পর গোয়ালন্দ থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এখন পর্যন্ত কেউ আটক হয়নি তবে প্রশাসন জানিয়েছে, ঘটনার তদন্ত চলছে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
 

বিজ্ঞাপন