বৃহস্পতিবার , ৩১ জুলাই, ২০২৫ | ১৬ শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ০৭:৩২ ৩০ জুলাই ২০২৫
যুক্তরাজ্যের রাজধানী লন্ডনের অভিজাত এলাকায় বাংলাদেশি এক প্রভাবশালী ব্যবসায়ীর মালিকানাধীন বিলাসবহুল একটি অ্যাপার্টমেন্টের সন্ধান মিলেছে। সাবেক আওয়ামী লীগ সরকারের ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর ভাই ব্যবসায়ী আনিসুজ্জামান চৌধুরী এই সম্পত্তির মালিক।
উত্তর লন্ডনের নিউক্যাসল প্লেসে অবস্থিত বহুতল আবাসিক ভবন ‘ওয়েস্টমার্ক টাওয়ার’-এ অ্যাপার্টমেন্টটির অবস্থান। এই ভবনটি আরব ধনকুবেরদের পছন্দের আবাসস্থল হিসেবে সুপরিচিত। অ্যাপার্টমেন্টটির মূল্য ছিল ১৬ লাখ ৬ হাজার ৪৫০ ব্রিটিশ পাউন্ড, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৬ কোটি ৫০ লাখ টাকা।
যুক্তরাজ্যের ভূমি নিবন্ধন কার্যালয় ও কোম্পানি হাউস থেকে প্রাপ্ত দলিলপত্র অনুযায়ী, ২০২১ সালের ১৫ জুলাই ‘বিটকম রিয়েল এস্টেট লিমিটেড’ নামের একটি কোম্পানির মাধ্যমে এই সম্পত্তি কেনা হয়। এই কোম্পানির দুই পরিচালক—আনিসুজ্জামান চৌধুরী ও তাঁর স্ত্রী ইমরানা জামান চৌধুরী। উভয়ের জাতীয়তা দলিলে বাংলাদেশি হিসেবে উল্লেখ রয়েছে।
২০২০ সালের ১ মে প্রতিষ্ঠিত এই কোম্পানির নিবন্ধিত ঠিকানা লন্ডনের ২২ গিলবার্ট স্ট্রিটে। অ্যাপার্টমেন্টটি কেনা হয়েছিল যুক্তরাজ্যের বিখ্যাত আবাসন নির্মাতা প্রতিষ্ঠান ‘বার্কলে হোমস’ থেকে, ৯৯৯ বছরের ইজারা চুক্তিতে।
এছাড়া চলতি বছরের ১৭ জানুয়ারি বিটকম রিয়েল এস্টেট লিমিটেড অ্যাপার্টমেন্টটির ওপর একটি পুনঃমর্টগেজ চুক্তিতে স্বাক্ষর করে। ঋণদাতা প্রতিষ্ঠান ছিল সেনক্যাপ লিমিটেড নামের একটি প্রাইভেট লোন কোম্পানি। এই চুক্তিতে ফিক্সড এবং ফ্লোটিং চার্জ আরোপের বিষয়টি চার্জ দলিলে উল্লেখ রয়েছে।
আনিসুজ্জামান চৌধুরীর পরিবার দীর্ঘদিন ধরে বাংলাদেশের রাজনীতি ও ব্যবসায়িক পরিমণ্ডলে প্রভাবশালী বলে বিবেচিত। আন্তর্জাতিক বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী, এই পরিবারের বিরুদ্ধে একাধিক দেশে অর্থপাচার ও সম্পদ অর্জনের অভিযোগে তদন্ত চলছে।
সম্প্রতি যুক্তরাজ্যের একটি সংবাদমাধ্যম জানিয়েছে, গত এক বছরে যুক্তরাজ্যের ভূমি নিবন্ধন বিভাগে বাংলাদেশের প্রাক্তন সরকারের ঘনিষ্ঠ ব্যক্তিদের নামে অন্তত ২০টি সম্পত্তি হস্তান্তর, বিক্রয় কিংবা পুনঃমর্টগেজ সংক্রান্ত আবেদন জমা পড়েছে। এই তালিকায় আনিসুজ্জামান চৌধুরীর নামও রয়েছে।
প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, তিনি লন্ডনের রিজেন্টস পার্ক এলাকায় ১ কোটি পাউন্ড মূল্যের একটি জর্জিয়ান টাউনহাউসসহ অন্তত চারটি সম্পত্তি বিক্রয় অথবা পুনঃমর্টগেজের জন্য আবেদন করেছেন।
এর আগে বাংলাদেশের অনুরোধে যুক্তরাজ্যের ন্যাশনাল ক্রাইম এজেন্সি (NCA) সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর নামে থাকা আনুমানিক ১৭ কোটি পাউন্ড মূল্যের সম্পত্তি জব্দ করে। এসব সম্পদের উৎস এখনও যাচাই প্রক্রিয়াধীন এবং ব্রিটিশ গোয়েন্দা সংস্থাগুলোর নজরে থাকা বেশিরভাগ সম্পত্তিই লন্ডনের অভিজাত এলাকায় অবস্থিত।
বিজ্ঞাপন