রবিবার , ২২ ডিসেম্বর, ২০২৪ | ৭ পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ০৭:৩৯ ১৫ অক্টোবর ২০২৪
কুড়িগ্রামের ফুলবাড়ীতে ৬০ বোতল ইস্কাফ সহ ৩ জন মহিলাকে গ্রেফতার করেছে পুলিশ।
কুড়িগ্রামের ফুলবাড়ী থানার পুলিশ সোমবার (১৪ অক্টোবর) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার শিমুলবাড়ী ইউনিয়ন এলাকা থেকে শরিরে বিশেষ কায়দায় ফিটিংকৃত অবস্থায় মাদক পরিবহনের সময় বগুড়া জেলার ধুপচাচিয়া উপজেলার পূর্ব আলোহালী এলাকার মোছা: বন্যা আক্তার সুমি (২৪)সান্তাহার পৌরসভা এলাকার মোছাঃ দুলালী আক্তার (২৯) ও মোছাঃ রেনুকা বেগম(৫৮) দেরকে ৬০ বোতল ইস্কাফ সহ হাতেনাতে গ্রেফতার করে।
এ ব্যাপারে কুড়িগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার এ কে এম ওহিদুন্নবী জানান, ফুলবাড়ীতে ৩ জন মহিলা মাদক কারবারিকে ৬০ বোতল ইস্কাফসহ হাতেনাতে গ্রেফতার করেছে পুলিশ।
এ বিষয়ে ফুলবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। এবং আসামীদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
বিজ্ঞাপন