শনিবার , ২১ ডিসেম্বর, ২০২৪ | ৭ পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ০৬:১৫ ১ আগস্ট ২০২৪
রাজবাড়ীতে প্রতিনিয়ত রোগী বাড়লেও সরকারি হাসপাতালে বাড়েনি চক্ষু চিকিৎসক। শুধুমাত্র সদর হাসপাতালের দুইজন চিকিৎসক দিয়ে চলছে পুরো জেলার চোখের রোগীদের চিকিৎসা।
রাজবাড়ী সদর হাসপাতালে গড়ে প্রতিদিন প্রায় শতাধিকের বেশি চোখের রোগে আক্রান্ত রোগী চিকিৎসা নেন। এ অবস্থায় রোগীদের সেবা দিতে হিমসীম খেতে হচ্ছে চিকিৎসকদের। সেইসঙ্গে উপজেলা পর্যায়ে স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে চোখের চিকিৎসক না থাকায় বিপাকে পড়ছেন রোগীরা।
জানা গেছে, রাজবাড়ী জেলায় সদর হাসপাতাল ও ৪টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রয়েছে। এরমধ্যে শুধু রাজবাড়ী সদর হাসপাতালে দুইজন চক্ষু রোগের জুনিয়র কনসালটেন্ট রয়েছেন। এছাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে পোস্ট না থাকায় নেই কোনো চোখের চিকিৎসক।
বিজ্ঞাপন