সোমবার , ১১ আগস্ট, ২০২৫ | ২৭ শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:৫১ ৩০ জুলাই ২০২৪
সৈয়দপুরে বাড়ি নির্মাণের জন্য মাটি খননকালে ৭৮টি তাজা গুলি ও কয়েকটি ড্যামেজ গুলি উদ্ধার করা হয়েছে। গতকাল সকালে পৌর শহরের সাদ্দাম মোড় এলাকা থেকে এসব গুলি উদ্ধার করে পুলিশ।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ওই এলাকার বাসিন্দা ও বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান তার নিজ বাড়ি নির্মাণের জন্য শ্রমিক দিয়ে মাটি খোঁড়ার কাজ করাচ্ছিলেন। মাটি খোঁড়া চলাকালে বেশকিছু গুলি দেখতে পান শ্রমিকরা। পরে ঘটনাটি থানায় জানানো হলে পুলিশ এসে ৭৮টি রাইফেলের তাজা গুলি উদ্ধার করে। ধারণা করা হচ্ছে এসব গুলি মুক্তিযুদ্ধের সময় লুকিয়ে রাখা হয়েছিল।
বিজ্ঞাপন