রবিবার , ২২ ডিসেম্বর, ২০২৪ | ৭ পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
কাঞ্চন কুমার, খোকসা || মোরনিউজবিডি.কম
প্রকাশিত: ১২:৪৯ ২৯ জুলাই ২০২৪
কোটা সংস্কার আন্দোলনের সময় রাজধানীর বনশ্রীতে নিজের ভাড়া বাসার সামনে গুলিতে মারুফ হোসেন (২১) নিহত হন। একমাত্র ছেলের মৃত্যু সংবাদ বাড়িতে আসার পর একবারই চিৎকার করে কেঁদে উঠেছিলেন মা ময়না খাতুন। শোকে পাথর মা এরপর থেকে আর কথা বলতে পারছেন না। কেউ কিছু বললে শুধু তাকিয়ে থাকেন। মারুফের থাকার ঘরে তালা দিয়ে চাবিটা নিজের কাছে রেখেছেন। মাঝে মধ্যে ওই ঘরে গিয়ে টেবিলের পাশে গিয়ে চুপচাপ তিনি দাঁড়িয়ে থাকেন।
নিহত মারুফ হোসেন কুষ্টিয়ার খোকসা পৌর এলাকার থানাপাড়ার শরিফুল ইসলামের ছেলে। কুষ্টিয়া পলিটেকনিক্যাল কলেজ থেকে শেষবর্ষের চূড়ান্ত পরীক্ষা দিয়ে ইন্টার্নশিপ করতে মাত্র ২০ দিন আগে মারুফ রাজধানীতে যান। বন্ধুদের সঙ্গে উঠেছিলেন বনশ্রী এলাকার একটি ভাড়া বাসায়। গত ১৯ জুলাই দুপুরে ওই বাসার সামনেই তিনি গুলিবিদ্ধ হন। স্থানীয় একটি হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। পরদিন ২০ জুলাই সকালে ময়নাতদন্ত ছাড়
বিজ্ঞাপন