সোমবার , ১৫ সেপ্টেম্বর, ২০২৫ | ৩১ ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ০৯:৩৬ ১৫ সেপ্টেম্বর ২০২৫
ফরিদপুরের ভাঙ্গায় সংসদীয় আসনের সীমানা পুনর্বিন্যাস ও পুলিশের করা মামলার প্রতিবাদে বিক্ষুব্ধ জনতা ইউএনও কার্যালয় ও নির্বাচন অফিসে হামলা চালিয়েছে। এ সময় ভবনে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। পাশাপাশি থানায় হামলা চালিয়ে পুলিশের গাড়িও ভাঙচুর করেন তারা। এ ঘটনায় পুরো এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে।
অবরোধ থেকে হামলায় রূপ নেয় পরিস্থিতি
রোববার (১৫ সেপ্টেম্বর) সকালে ভাঙ্গা উপজেলায় অবরোধ কর্মসূচি কিছু সময়ের জন্য স্থগিত থাকলেও সকাল সাড়ে ১০টার দিকে ফের আন্দোলনকারীরা সড়ক অবরোধ শুরু করে। সড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা বাহিনী বাধা দিলে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
এরপর দুপুর ১টার দিকে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে হাজার হাজার মানুষ একত্রিত হয়ে একযোগে হামলা চালায়। এতে ইউএনও কার্যালয় ও নির্বাচন অফিসে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। একইসঙ্গে থানার ভেতরে ঢুকে পুলিশের গাড়িও ভাঙচুর করে বিক্ষুব্ধ জনতা।
এলাকায় উত্তপ্ত পরিস্থিতি
ঘটনার পর ভাঙ্গা উপজেলা পরিষদ, থানার আশপাশ ও গোলচত্বর এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। দোকানপাট বন্ধ হয়ে গেছে এবং সাধারণ মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছেন।
পুলিশের অবস্থান
হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রোকিবুজ্জামান গণমাধ্যমকে জানিয়েছেন, “পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য পুলিশ কাজ করছে।” তবে দুপুর পর্যন্ত এলাকায় থমথমে পরিবেশ বিরাজ করছিল।
বিজ্ঞাপন