রবিবার , ১৪ সেপ্টেম্বর, ২০২৫ | ৩০ ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:২৮ ১৪ সেপ্টেম্বর ২০২৫
চাঁদপুর শহরের তালতলা পৌরসভা কবরস্থানে রোববার (১৪ সেপ্টেম্বর) এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী হন স্থানীয়রা। এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি ছোট্ট একটি কার্টনে সাদা কাপড় মোড়ানো শিশুকে মৃত হিসেবে দাফনের জন্য কবরস্থানে নিয়ে আসেন। কবরস্থানের কেয়ারটেকার ফারুক মিয়া জানিয়েছেন, তিনি প্রতিদিনের মতো কবরস্থানে অবস্থান করছিলেন, তখনই ওই ব্যক্তি কার্টনটি তার হাতে ধরিয়ে দেন এবং বলেন, "এটি মৃত শিশুর লাশ, জানাজা শেষে দাফন করুন।"
কিছু টাকা নিয়ে দেওয়া হলেও, যখন ফারুক মিয়া কার্টনের ভেতর খোলার চেষ্টা করেন, তখনই ওই ব্যক্তি দৌড়ে পালিয়ে যায়। দোখার পর দেখা যায়, শিশুটি জীবিত। ফারুক মিয়ার ডাকচিৎকারে আশপাশের মানুষরা ছুটে আসেন।
ঘটনার খবর দ্রুত ছড়িয়ে পড়লে, ঘটনাস্থলে ভিড় জমে শত শত মানুষ। স্থানীয়দের সহায়তায় শিশুটিকে তৎক্ষণাৎ ফেমাস স্পেশাল হাসপাতাল অ্যান্ড ট্রমা সেন্টারে নিয়ে যাওয়া হয়। হাসপাতালের শিশু বিভাগের চিকিৎসক জানিয়েছেন, শিশুটির ওজন মাত্র ৮০০ গ্রাম এবং প্রথমে শ্বাসকষ্টে ভুগছিল। তবে বর্তমানে শিশুটি আশপাশের পর্যবেক্ষণে ভালো আছে এবং বিশেষায়িত ওয়ার্ডে অক্সিজেনসহ পর্যাপ্ত চিকিৎসা দেওয়া হচ্ছে।
হাসপাতালের ব্যবস্থাপক মজিবুর রহমান বলেন, শিশুটি পুরোপুরি সুস্থ না হওয়া পর্যন্ত এখানে রাখা হবে।
এদিকে, শিশুটি বাঁচার খবর ছড়িয়ে পড়ার পর বেশ কয়েকজন নারী দত্তক নেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন। তবে এখন পর্যন্ত শিশুটিকে কে কোথা থেকে নিয়ে এসে কবরস্থানে এনেছে বা তার বাবা-মায়ের কোনো হদিস পাওয়া যায়নি।
স্থানীয়রা এই ঘটনাকে অবিশ্বাস্য ও চাঞ্চল্যকর হিসেবে উল্লেখ করছেন। শিশু জীবিত উদ্ধার হওয়ায় আশপাশের মানুষদের মধ্যে আনন্দ ও কৌতূহল একসঙ্গে দেখা দিয়েছে।
বিজ্ঞাপন