নুরুল হকের অবস্থা সংকটজনক, স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি গণ অধিকার পরিষদের

নুরুল হকের অবস্থা সংকটজনক, স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি গণ অধিকার পরিষদের

অনলাইন ডেস্ক, মোরনিউজবিডি
অনলাইন ডেস্ক, মোরনিউজবিডি

প্রকাশিত: ১১:৩২ ১৪ সেপ্টেম্বর ২০২৫

গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হকের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করেছে দলটি। দলের সাধারণ সম্পাদক রাশেদ খান অভিযোগ করে বলেন, স্বরাষ্ট্র উপদেষ্টার নির্দেশ ছাড়া এমন হামলা সম্ভব নয়। তাই এ ঘটনার দায় নিয়ে তাঁকে অবশ্যই পদত্যাগ করতে হবে।

আজ রোববার বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল প্রাঙ্গণে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা জানান রাশেদ খান। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে ব্যবস্থা না নেওয়া হলে গণ অধিকার পরিষদের নেতা-কর্মীরা সচিবালয় কিংবা যমুনা ঘেরাও কর্মসূচি নিতে পারে। এর দায়ভার সম্পূর্ণ সরকারের ওপর বর্তাবে।

সংবাদ সম্মেলনে রাশেদ খান অভিযোগ করেন, নুরুল হকের ওপর হামলার ঘটনার ভিডিও ফুটেজ স্পষ্ট থাকলেও এখনো কাউকে গ্রেপ্তার করা হয়নি। এতে বিচার নিয়ে সন্দেহ তৈরি হয়েছে বলে তিনি মন্তব্য করেন।

গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক বলেন, নুরুল হকের নাক ও চোয়াল ভাঙা, দাঁতের মাড়িতে আঘাত এবং মাথায় গুরুতর আঘাত রয়েছে। এসব কারণে তিনি শক্ত খাবার খেতে পারছেন না। এ অবস্থায় তাঁকে বিদেশে উন্নত চিকিৎসার জন্য পাঠানো উচিত ছিল। তবে সরকারের পক্ষ থেকে একধরনের গড়িমসি করা হচ্ছে বলে দাবি করেন তিনি।

রাশেদ খান অভিযোগ করেন, নুরুল হকের রক্তাক্ত ও গুরুতর আহত হওয়ার বিষয়টি আন্তর্জাতিক মহলে আড়াল করার জন্যই সরকার চিকিৎসার বিষয়ে দেরি করছে। তিনি বলেন, গণ অধিকার পরিষদ সরকারের দয়ার ওপর নির্ভর করবে না; প্রয়োজনে দলীয় উদ্যোগেই তাঁকে বিদেশে পাঠানো হবে।

সংবাদ সম্মেলনে দলের জ্যেষ্ঠ সহসভাপতি ফারুক হাসান জানান, আজ নুরুল হককে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়ার কথা থাকলেও শারীরিক জটিলতার কারণে তা স্থগিত করা হয়েছে। তিনি বলেন, নাকের হাড়ের ভাঙন আরও বেড়েছে, ডান পাশের চোয়াল আংশিক অবশ হয়ে আছে এবং লিভারেও জটিলতা দেখা দিয়েছে।

বিজ্ঞাপন