রবিবার , ২২ ডিসেম্বর, ২০২৪ | ৭ পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ০১:০২ ১৬ জুলাই ২০২৪
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে শাখা ছাত্রলীগের দপ্তর সেল থেকে ২ ট্রাঙ্ক অস্ত্র ও শাখা ছাত্রলীগের সভাপতি মোস্তাফিজুর রহমানের কক্ষ থেকে পিস্তল উদ্ধার করেছে সাধারণ শিক্ষার্থীরা। পরে তা পুলিশের হাতে তুলে দেন তারা।
মঙ্গলবার (১৬ জুলাই) ঢাকা, চট্টগ্রাম ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়সহ সারা দেশে শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করে। এ সময় তারা বঙ্গবন্ধু হলে হামলা চালায়।
কোটা সংস্কারের দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ কোটা সংস্কারের দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ
আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, বঙ্গবন্ধু হলের ২৩১ নম্বর কক্ষ থেকে এসব অস্ত্র উদ্ধার করা হয়েছে। এবং ছাত্রলীগের সভাপতি মোস্তাফিজুর রহমানের কক্ষে ২ টি পিস্তল পাওয়ার কথাও জানিয়েছেন প্রত্যক্ষদর্শী আন্দোলনকারীরা।
এসময় শিক্ষার্থীরা হলের ১৯ টি মটর সাইকেল মোটরসাইকেল পুরিয়ে দেয় এবং ১৫ টি ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসাদুল্লাহ-হিল- গালিব এর কক্ষ ভাংচুর করেন শিক্ষার্থীরা। এসময় তার রুম থেকে ২টি রামদাও উদ্ধার করা হয়েছে।
সরেজমিনে দেখা যায়, কোটা আন্দোলনকারী শিক্ষার্থীরা বিক্ষোভ সমাবেশকালে বঙ্গবন্ধু হলে রাবি শাখা ছাত্রলীগ সভাপতির কক্ষে প্রবেশ করেন। পরে সেখানে ভাংচুর চালিয়ে একটি ট্রাংক উদ্ধার করা হয়। যেখানে তিনটি পিস্তল এবং দপ্তর সেল (২৩১রুম) থেকে ৬টি দেশীয় রামদা পাওয়া যায়। এছাড়াও কিছু মদের বোতল উদ্ধার করে সাধারণ শিক্ষার্থীরা। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের মাদার বখশ হলের শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসাদুল্লা-হিল-গালিবের কক্ষেও ভাংচুর চালানো হয়।
আন্দোলনকারীদের সঙ্গে হাতাহাতি, ঢাবির সহকারী প্রক্টর আহত আন্দোলনকারীদের সঙ্গে হাতাহাতি, ঢাবির সহকারী প্রক্টর আহত
এরপর বিশ্ববিদ্যালয় প্রশাসন এসে শিক্ষার্থীদের অনুরোধ করলে তারা হল ছেড়ে দেশ এবং ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে। এসময় তারা পুলিশের হাতে সকল অস্ত্র তোলে দেন এবং পরবর্তী কর্মসূচি ঘোষণা করেন।
বিজ্ঞাপন