বেগমগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, আটক ৪

বেগমগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, আটক ৪

অনলাইন ডেস্ক, মোরনিউজবিডি
অনলাইন ডেস্ক, মোরনিউজবিডি

প্রকাশিত: ০৫:২৪ ৩১ জুলাই ২০২৫

নোয়াখালীর বেগমগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা হঠাৎ ঝটিকা মিছিল করেছে। বৃহস্পতিবার (৩১ জুলাই) বিকেল পৌনে ৪টার দিকে উপজেলার চৌমুহনী রেললাইন সড়ক থেকে মিছিলটি শুরু হয়ে হাসান সড়কে গিয়ে শেষ হয়। মিছিলে নেতৃত্ব দেন নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী জিহাদ হাসান রতন।

পরে সাবেক ছাত্রলীগ নেতা নাজমুল শিহাব মিছিলের একটি ভিডিও নিজের ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করে শেয়ার দেন, যা মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে পড়ে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে পৌনে ৪টার দিকে ২৫ থেকে ৩০ জন কিশোর ও তরুণকে হাতে ফেস্টুন ও একটি ছাত্রলীগের ব্যানার নিয়ে সড়কে মিছিল করতে দেখা যায়। মিছিলে তারা "শেখ হাসিনা ফিরবে", "অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলো"— এমন স্লোগান দেয়। স্থানীয়ভাবে প্রভাবশালী হিসেবে পরিচিত শিহাবের নামেও স্লোগান দেওয়া হয়।

এ বিষয়ে বেগমগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব দাউদ উর রহমান বলেন, "ফ্যাসিস্ট আওয়ামী লীগের দুঃশাসনের বিরুদ্ধে আজ দেশের মানুষ রাস্তায়। অথচ একটি নিষিদ্ধ সংগঠনের সদস্যরা প্রকাশ্যে মিছিল করার সাহস পাচ্ছে স্থানীয় প্রশাসনের নির্লজ্জ গাফিলতির কারণেই।"

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান লিটন জানান, “খবর পেয়ে তাৎক্ষণিক অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে ৪ জনকে আটক করা হয়েছে। এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।”

স্থানীয় প্রশাসন জানিয়েছে, এ ধরনের অনুমোদনহীন, উসকানিমূলক কর্মসূচি কোনোভাবেই বরদাশত করা হবে না। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা হয়েছে।

বিজ্ঞাপন