রবিবার , ২২ ডিসেম্বর, ২০২৪ | ৭ পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:৫০ ২৬ নভেম্বর ২০২৪
ইসকন প্রভু চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর গ্রেফতারের প্রতিবাদে টাঙ্গাইলে “মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ” অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৬ নভেম্বর) সকাল ১১টায় টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে “বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোট, টাঙ্গাইল শাখার” উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।
সকাল থেকেই সনাতনী ধর্মাবলম্বীরা প্রেসক্লাবের সামনে জড়ো হতে শুরু করেন। প্রথমে পুলিশ কর্মসূচি পালনে বাধা দিলেও পরে শান্তিপূর্ণ সমাবেশের অনুমতি দেওয়া হয়। মানববন্ধনে বিভিন্ন সনাতনী সংগঠনের নেতা-কর্মী এবং জেলার নানা শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
- বক্তব্য ও দাবি
মানববন্ধনে বক্তব্য রাখেন:
- বিপ্লব দত্ত পল্টন, সভাপতি, বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট, টাঙ্গাইল জেলা শাখা।
- শোভন সরকার, সভাপতি, হিন্দু ছাত্র মহাজোট, টাঙ্গাইল জেলা শাখা।
- অভিজিৎ গৌড়, জেলা সমন্বয়ক, হিন্দু সনাতনী জাগরনী মঞ্চ।
- সম্ভু চক্রবর্তী, যুগ্ম সমন্বয়ক, হিন্দু সনাতনী জাগরনী মঞ্চ।
বক্তারা বলেন,
"ইসকন প্রভু চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতার উদ্দেশ্যপ্রণোদিত এবং অবিলম্বে তাঁকে মুক্তি দিতে হবে। তাঁর মুক্তি না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে।"
মানববন্ধনের পরিবেশ ও অংশগ্রহণ
সমাবেশে জেলার বিভিন্ন সনাতনী সংগঠনের নেতা-কর্মী, শিক্ষার্থী, এবং সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। তারা চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তির দাবিতে ঐক্যবদ্ধ থাকার প্রত্যয় ব্যক্ত করেন।
বিক্ষোভ ও পরবর্তী কর্মসূচি
মানববন্ধন শেষে একটি শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। বক্তারা জানান,
"চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তি না হলে, দেশব্যাপী আরও বৃহত্তর আন্দোলন কর্মসূচি গ্রহণ করা হবে।"
চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তির দাবিতে আয়োজিত এই মানববন্ধন ও বিক্ষোভ শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। এতে সনাতনী সম্প্রদায়ের অধিকার ও ন্যায়বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে আন্দোলন জোরদারের বার্তা দেওয়া হয়েছে।
বিজ্ঞাপন