রবিবার , ২২ ডিসেম্বর, ২০২৪ | ৭ পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:৫৮ ২১ অক্টোবর ২০২৪
কুষ্টিয়ার খোকসায় শ্রী গণেশ চন্দ্র বিশ্বাস নামে এক শিক্ষক হযরত মুহাম্মদকে (সা.) নিয়ে কটূক্তি করায় প্রতিবাদ সমাবেশ করেছেন ছাত্র-ছাত্রী ও স্থানীয় ধর্মপ্রাণ মুসলিমরা।
রোববার দুপুরে উপজেলার পাইকপাড়া মির্জাপুর মাধ্যমিক বিদ্যালয়ের সামনের সড়ক অবরোধ করে প্রতিবাদ সমাবেশ করেন তারা। অভিযুক্ত শিক্ষক গণেশ চন্দ্র বিশ্বাস ওই স্কুলের সহকারী শিক্ষক।
এর আগে, গত ৮ অক্টোবর অভিযুক্ত গণেশ মাস্টার অষ্টম শ্রেণির ইতিহাসের ক্লাস নেয়ার সময় হযরত মুহাম্মদকে (সা.) নিয়ে বিরূপ মন্তব্য করেন। ওই ঘটনার পরিপ্রেক্ষিতে আজ প্রতিবাদ সমাবেশ করেছেন ছাত্র-ছাত্রী ও স্থানীয় ধর্মপ্রাণ মুসলিমরা।
খোকসা থানার ওসি আব্দুল গফুর জানান, খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। এ সময় কটূক্তিকারীকে গ্রেফতার করার আশ্বাস দেওয়ায় আন্দোলনকারীরা সড়ক অবরোধ প্রত্যাহার করেন।
উল্লেখ্য, দুর্গাপূজা উপলক্ষে স্কুল বন্ধ থাকায় আজ স্কুল খোলায় ছাত্র-ছাত্রীরা প্রতিবাদে নেমেছিলেন।
বিজ্ঞাপন