রবিবার , ২২ ডিসেম্বর, ২০২৪ | ৭ পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ০৬:৪৯ ১৩ অক্টোবর ২০২৪
মাদারীপুর জেলার শিবচর উপজেলায় পদ্মা নদীতে অভিযান চালিয়ে ইলিশ ধরার ট্রলার থেকে চারটি ব্যাটারি, দুইটি কন্ট্রোলার, ২০ হাজার মিটার জাল জব্দসহ পাঁচজনকে আটক করা হয়েছে।
শনিবার (১২ অক্টোবর) দিনগত রাত ১২টা থেকে রোববার ভোর পর্যন্ত পদ্মা নদীর বিভিন্ন স্থানে এ অভিযান চালায় উপজেলা মৎস্য অফিস।
মৎস্য অফিস সূত্রে জানা গেছে, মা ইলিশ রক্ষায় প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। নিষেধাজ্ঞার প্রথম দিনেই উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা ফেরদৌস ইবনে রহিমের নেতৃত্বে চরজানাজাত নৌ পুলিশ ও মৎস্য অফিসের একটি দল পদ্মা নদীতে অভিযান চালায়।এ সময় তারা পাঁচ জেলেসহ জাল ও ব্যাটারি, কন্ট্রোলার ও মাছ জব্দ করা হয়। পরে জাল পুড়িয়ে ধ্বংস করা হয়।
শিবচর উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা ফেরদৌস ইবনে রহিম জানান, রাত ১২টা থেকে রোববার ভোর ৬টা পর্যন্ত অভিযান চালানো হয়। জেলেদের আটকসহ জাল ও অন্যান্য সামগ্রী জব্দ করা হয়েছে।তাদের বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়েছে।
তিনি আরো জানান, গতবারের চাইতে এবারের অভিযান আরও জোরালো করা হবে। যাতে কেউ পদ্মা নদী থেকে নিষিদ্ধ সময়ে মা ইলিশ ধরতে না পারে।
বিজ্ঞাপন