রবিবার , ২২ ডিসেম্বর, ২০২৪ | ৭ পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:৩৬ ৭ অক্টোবর ২০২৪
বাংলাদেশ হতে অবৈধভাবে ভারতে ইলিশ মাছ পাচারের অভিযোগে অলক মন্ডল (২২) নামে এক ট্রাক চালক কে আটক করেছে বিজিবি। আজ সোমবার সকালে চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর থেকে তাকে আটক করে ৫৯ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা।
অলক মন্ডল মালদহ জেলার ইংলিশ বাজার থানার কাঞ্চান্টার টিয়াকাঠি গ্রামের রনজিৎ মন্ডলের ছেলে। পেশায় তিনি ট্রাক চালক।বিষয়টি নিশ্চিত করেছেন ৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল গোলাম কিবরিয়া। গোলাম কিবরিয়া জানান,কৌশলে ভারতে ইলিশ মাছ পাচারের সন্দেহ রয়েছে এমন গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ভারতে প্রবেশের সময় একটি ট্রাক তল্লাশি করে ১৭ কেজি ৬০০ গ্রাম ইলিশ মাছসহ চালক অলক মন্ডল কে আটক করা হয়। পরে তাকে ট্রাকসহ শিবগঞ্জ থানা পুলিশের কাছে মামলা দায়ের করে সোপর্দ করা হয়েছে।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া জানান,বিজিবির দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখিয়ে ভারতীয় ট্রাক চালক অলক মন্ডল কে আদালতে পাঠানো হয়েছে।
বিজ্ঞাপন