রবিবার , ২২ ডিসেম্বর, ২০২৪ | ৭ পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:২৮ ৭ অক্টোবর ২০২৪
কুড়িগ্রামে মাদক, চাঁদাবাজ, দুর্নীতি, শোষণ, সন্ত্রাস এবং নৈরাজ্যমুক্ত শিক্ষা প্রতিষ্ঠান গঠনের লক্ষ্যে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১২ টায় কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র টিটিসির আয়োজনে এ র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র্যালিটি শহর প্রদক্ষিণ শেষে টিটিসির সভাকক্ষে শিক্ষার্থী, প্রশিক্ষক ও এলাকাবাসীদের নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় কুড়িগ্রাম কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ প্রকৌশলী মো:
আইনুল হকের সভাপত্তি প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের ভারপ্রাপ্ত সহকারী পরিচালক মো: সামানুর রহমান। এছাড়া
প্রবাসী কল্যাণ ব্যাংকের ব্যবস্থাপক মো: মাহফুজার রহমান, টিটিসির ইন্সট্রাক্টর
মো: তাহমিদুর রহমান, মো: খাবির হোসেন, গৌতম চন্দ্র রায়, মোস্তফা কামাল
মিলন, জবপ্লেসমেন্ট অফিসার মো: রায়হান মিয়া ও স্থানীয় অভিভাবকসহ
টিটিসির প্রশিক্ষকগণ উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা শিক্ষা প্রতিষ্ঠানকে মাদক, সন্ত্রাস, দুর্নীতি ও নৈরাজ্যমুক্ত রাখার
ব্যাপারে বিভিন্ন দিকনির্দেশনামূলক আলোচনা করেন বক্তারা। এছাড়া টিটিসি
থেকে বিনামূল্যে প্রশিক্ষণ নিয়ে নিজেদের স্বাবলম্বী করার ব্যাপারেও বিভিন্ন
সুযোগ সুবিধা তুলে ধরা হয়।
বিজ্ঞাপন