মঙ্গলবার , ০৭ জানুয়ারি, ২০২৫ | ২৪ পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ০১:৪৭ ৫ অক্টোবর ২০২৪
বেনাপোলে ১টি আধুনিক মানের হাসপাতাল ও যানজটমুক্ত বেনাপোল চাই, দুর্নীতি, সন্ত্রাস ,মাদক ,চাঁদাবাজ, সিন্ডিকেট সহ সকল সামাজিক বৈষম্যের বিরুদ্ধে আমাদের আন্দোলন বিষয়কে সামনে রেখে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন স্থলবন্দর বেনাপোল শাখার সদস্যদের সাথে সকল পেশাজীবি নাগরিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার(৫ অক্টোবর ) সকাল ১০টার সময় বেনাপোল রহমান চেম্বার কনফারেন্স রুমেকোরআন তেলাওয়াত ,"জাতীয় সংগীত ও "শহীদদের উদ্দেশ্যে এক মিনিট নীরবতা পালনের মাধ্যমে বেনাপোল মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক শিক্ষক আব্দুল মান্নানের সভাপতিত্বে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সদস্যদের সাথে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বেনাপোল শাখার সদস্যগণ পেশাজীবি, সুশীল সমাজ, চিকিৎসক, শিক্ষক, ইমাম পরিষদ, সরকারি - বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা বৃন্দ, বেনাপোল পোর্ট থানা ও চেকপোষ্ট ইমিগ্রেশনের ওসি, বেনাপোল সিএন্ডএফ এজেন্ট স্টাফ অ্যাসোসিয়েশন, বিএনপি, জামাত সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বেনাপোল ট্রান্সপোর্ট ট্রাক মালিক সমিতি ও বেনাপোল বাস মালিক সমিতি সভাপতি, গনমাধ্যমকর্মী , বেনাপোল বাজার ও চেকপোষ্ট বাজার কমিটি, বেনাপোল ইজিবাইক সমিতির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বেনাপোল শাখার ছাত্রদের পক্ষ থেকে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা ও বাস্তবায়ন হুবহ তুলে ধরা হলো।
বেনাপোল বাংলাদেশের সর্ববৃহৎ স্থলবন্দর। সরকারের এক তৃতীয়াংশ বাৎসরিক রাজস্ব বেনাপোল থেকে পায়। এই বেনাপোল দিয়ে প্রতিদিন ২ হাজার থেকে ৩ হাজার রোগী ভারতে যাতায়াত করে। এদের মধ্যে ক্যানসার ছাড়া অনেক দুরারোগ্য রোগী থাকে। অনেক সময় আমরা দেখেছি চিকিৎসার অভাবে রোগী স্পট ডেট হয়ে যাচ্ছে। বেনাপোল একটা বৃহৎ স্থলবন্দর রয়েছে যেখানে কয়েক হাজার শ্রমিক কাজ করে। অনেক সময় দেখাগেছে ভারী মালামাল বহন করার সময় তাদের শরীরে আঘাতপ্রাপ্ত হয়। এই সমস্ত বিষয় বিবেচনা করেই বেনাপোলে একটি আধুনিকমানের হাসপাতাল প্রয়োজন।
*বেনাপোল একটি হাওড় ও একটি বাঁওড় রয়েছে এটি দখলমুক্ত চাই।
বেনাপোল পৌরসভা
১/আলোকিত বেনাপোল চাই।
২/প্রত্যেক বছর জুন জুলাইয়ের পরে ট্রেড লাইসেন্স নবায়ন হয়েছে কিনা যাচাই করতে হবে।
৩/জন্ম সনদ, নাগরিক সনদ, মৃত্যু সনদ এবং যাবতীয় নাগরিক সেবা দিনের দিন প্রদান করতে হবে।
৪/ বেনাপোল বাজারে দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি হচ্ছে কিনা নিয়মিত তদারকি হতে হবে।
বেনাপোল পোর্ট থানা
১/বিনা হয়রানিতে টাকা ছাড়া থানায় নাগরিক সেবা দিতে হবে।
২/সর্বদা ন্যায় ও সততার সাথে জনগণের পক্ষে কাজ করতে হবে।
৩/মাদকদ্রব্য নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে
৪/বেনাপোল থানা হবে সাধারণ মানুষের আস্থা ও ভরসার জায়গা
৫/সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদক নিয়ন্ত্রণে প্রতি মাসে একাধিক বিশেষ অভিযান পরিচালনা করতে হবে।
৬/অভিযান পরিচালনায় নাগরিক কমিটিকে মূল্যায়ন করতে হবে।
*বিজিবি
১/চোরা চালান কারীর লিস্ট তৈরি করে অভিযান পরিচালনা করতে হবে।
২/বর্ডার এলাকায় গোয়েন্দা তৎপরতা বাড়াতে হবে।
৩/বিজিবি কর্তৃক আটক মালামালের সিলিপ দিতে হবে। ৪/সীমান্ত অঞ্চলের মানুষের নিরাপত্তার স্বার্থে প্রতিনিয়ত বিজিবি টহল জোরদার করতে হবে।
"ইমিগ্রেশন পুলিশ
১/যাত্রী সেবার সর্বোচ্চ মান নিশ্চিত করতে হবে। ২/পাসপোর্টে সিল মারার সময় টাকা লেনদেন বন্ধ করতে হবে।
৩/ইমিগ্রেশন এর ভিতরে দালালদের আধিপত্য বন্ধ করতে হবে।
সাংবাদিক
১ সত্য প্রকাশে নির্ভীক থাকতে হবে
২/সঠিক সংবাদ প্রচার করতে হবে, সত্যকে সত্য, মিথ্যাকে মিথ্যা, এটা মানুষের মধ্যে ছড়িয়ে এবং বুঝিয়ে দিতে হবে
৩/টাকার বিনিময়ে মিথ্যা সংবাদ প্রচার করা যাবে না।
৪/সাংবাদিক পরিচয়ে ইমিগ্রেশন এর ভিতরে ল্যাগেজ ব্যবসা ও দালালি বন্ধ করতে হবে।
৫/ ইতিমধ্যে আমরা জেনেছি বেনাপোলে ৫ এর অধিক প্রেসক্লাব রয়েছে। আমরা একটি প্রেস ক্লাব চাই। একটি প্রেস ক্লাব করতে সাংবাদিকদের মধ্যে সিলেকশন না ইলেকশন চাই।
৬/সিনিয়র সাংবাদিক ও সত্য নির্ভীক সাংবাদিকদের সঠিক মূল্যায়ন করতে হবে।
৭/বেনাপোলের উন্নয়নের স্বার্থে বেনাপোলবাসির সকল সমস্যা গণমাধ্যমে তুলে ধরতে হবে।
৮/মাদক দুর্নীতি সিন্ডিকেট নির্মূলে সঠিক তথ্য প্রচার করতে হবে।
৯/শিক্ষাগত মান যাচাই করুনের মাধ্যমে সাংবাদিকতা পেশায় নিয়োজিত করতে হবে।
পল্লী বিদ্যুৎ
১/ দালালমুক্ত পল্লী বিদ্যুৎ চাই
২/ডিমান্ড চার্জ, মিটার ভাড়া কেন এবং কি কারণে নেয়া হয়?
৩/মিটার আবেদনের পর মিটার দিতে সময় অনেক বেশি নেওয়ার কারণ কি?২০০০ টাকার অধিক দালালের মাধ্যমে লেনদেনে মিটার দেওয়া কারণ কি?
৪/পল্লী বিদ্যুৎ অফিসের গ্রাহক সেবার অন্তর্ভুক্ত জরুরি সেবা মোবাইল নাম্বারটি বন্ধ থাকার কারণ কি?
"বাস মালিক সমিতি
১/শিক্ষার্থীদের হাফ ভাড়ার প্রতি সর্বদা সুদৃষ্টি রাখতে হবে।
২/ফিটনেস বিহীন গাড়ি রোডে চলাচল বন্ধ করতে হবে।
৩/বাস স্টাফদের সহায়তায় মাদক বহন বন্ধ করতে হবে।।
৪/লোকাল বাস স্ট্যান্ডে পাসপোর্ট দালাল নির্মূল করতে হবে।
৫/বাস যাত্রীদের শতভাগ যাত্রী সেবা নিশ্চিত করতে হবে।
"স্থল বন্দর কর্তৃপক্ষ
১/ বন্দরের গেটে আনসারদের বকশিশের নামে চাঁদাবাজি বন্ধ করতে হবে।
২/এ পি বি এন অথবা পি আই এম এ সদস্যদের ইমিগ্রেশনের পাসপোর্ট যাত্রীদের কাছ থেকে বকশিশের নামে চাঁদাবাজি বন্ধ করতে হবে।
৩/বন্দরের অতিরিক্ত পরিচালক অতিরিক্ত প্রটোকল নিয়ে কারণ কি?
৪/এনজিওর কাজ কি? কিভাবে এনজিও নিয়োগ হয়?
৫/বন্দরের ট্রাফিক ব্যবস্থা সুন্দরভাবে নিশ্চিত করতে হবে।
৬/কাগজপত্র বিহীন কোন মালামাল বন্দরে প্রবেশ করবে না।
বিজ্ঞাপন