রবিবার , ২২ ডিসেম্বর, ২০২৪ | ৭ পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ০১:২৪ ৩ অক্টোবর ২০২৪
গাজীপুরের শ্রীপুরে স্ত্রীর সাথে পরকিয়া সন্দেহে পোশাক শ্রমিক বন্ধু আবু সাঈদকে (২৩) জবাই করে হত্যার অভিযোগ উঠেছে সেলুন কর্মচারী খলিলের বিরুদ্ধে। বুধবার (২ অক্টোবর ) দিবাগত রাত সাড়ে ১১ টায় শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নের (মধ্যপাড়া) এলাকার স্থানীয় মেঘনা গ্রুপের এক্সিকিউটিভ গ্রীন টেক্সটাইল সংলগ্ন সেলুনের ভিতর থেকে ওই পোশাক শ্রমিকের লাশ উদ্ধার করে পুলিশ।
নিহত আবু সাঈদ নেত্রকোনার দুর্গাপুর উপজেলার আলমপুর (ফুলপুর) গ্রামের রফিকুল ইসলামের ছেলে। সে মাওনা ইউনয়নের মধ্যপাড়া এলাকার আলামিন সরকার বাবুলের বাসায় ভাড়া থেকে স্থানীয় এক্সিকিউটিভ গ্রীন টেক্সটাইলে চাকরি করতো।
অভিযুক্ত সেলুন কর্মচারী নাপিত খলিলের বিস্তারিত পরিচয় জানাতে পারেনি পুলিশ। ঘটনার পর থেকে সে পলাতক রয়েছে। শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মন্ডল এসব তথ্য নিশ্চিত করেছেন।
শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) রিগান মোল্লা জানান, ভিকটিম আবু সাঈদ এবং সেলুন কর্মচারী নাপিত খলিলের সাথে পূর্ব থেকে বন্ধুত্ব ছিল। বন্ধুতের সম্পর্ক থাকায় সাঈদ প্রায়ই খলিলের বাসায় আসা যাওয়াসহ খাওয়া দাওয়া করতো। এক পর্যায়ে খলিলের স্ত্রীর সাথে সাঈদের পরকিয়া প্রেমের সম্পর্ক হয়। বিষয়টি খলিল বুঝতে পেরে তার বন্ধু সাঈদকে বুধবার রাতে স্থানীয় রায়হানের মালিকানাধীন দোতলা সেলুনে ডেকে নিয়ে সেলুনের ভিতর জবাই করে হত্যা করে। ঘটনার পর থেকে সেলুন কর্মচারী নাপিত খলিল পলাতক রয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে বৃহস্পতিবার সকালে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছি।
বিজ্ঞাপন