শনিবার , ২১ ডিসেম্বর, ২০২৪ | ৭ পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৫৩ ১ অক্টোবর ২০২৪
ভারতের মহারাষ্ট্রের হিন্দু পুরোহিত রামগিরি মহারাজ কর্তৃক রাসুলের (স.) নামে জঘন্য কটূক্তি এবং বিজেপির সাংসদ নিতেশ নারায়ণ রানে'র সমর্থনের প্রতিবাদে কুড়িগ্রামের চিলমারীতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকেলে উপজেলার চিলমারী সরকারি কলেজ মোড়ে সাধারণ শিক্ষার্থীদের আয়োজন এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়।
বিকেলে কলেজ মোড় এলাকা থেকে একটি মিছিল বের হয়ে উপজেলার প্রধান সড়ক গুলো প্রদক্ষিণ করে একই স্থানে এসে সমাবেশে মিলিত হয়।এসময় মহানবীকে কটূক্তিকারীদের শাস্তির দাবি জানিয়ে বক্তব্য রাখেন, হাফেজ মাওলানা ওয়াজকুরুনি রহমান, জিয়াউল ইসলাম, আশরাফুল ইসলাম, এনামুল হক, শাহআলম প্রমূখ।
বিজ্ঞাপন