রবিবার , ২২ ডিসেম্বর, ২০২৪ | ৭ পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ০৬:১০ ৩০ সেপ্টেম্বর ২০২৪
সাভারের শারদীয় দূর্গা পূজা উপলক্ষে আইন-শৃংঙ্খলা স্বাভাবিক রাখার লক্ষ্যে বিএনপি'র সাথে হিন্দু ধর্মালম্বীদের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার বিকেলে ভাকুর্তা ইউনিয়ন পরিষদ চত্বরে ইউনিয়ন বিএনপির আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ব্যারিষ্টার ইরফান ইবনে আমান অমি।
সভায় সভাপতিত্ব করেন ভাকুর্তা ইউনিয়ন বিএনপি'র সভাপতি ও সাবেক চেয়ারম্যান
মোঃ সারোয়ার হোসেন। সঞ্চালনা করেন ভাকুর্তা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ নুরুল মমিন।
অনুষ্ঠানে অনেকের মধ্যে বক্তব্য রাখেন, ভাকুর্তা ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি মুজিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক মোক্তার হোসেন আসাদ,ভাকুর্তা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাকির হোসেন, ভাকুর্তা ইউনিয়ন যুবদলের আহ্বায়ক আশরাফুল আলম সাঈদ, ভাকুর্তা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মো: সোহেল, সাধারণ সম্পাদক রহমত আলী প্রমুখ।
এসময় বক্তারা বলেন, আওয়ামী লীগ সরকারের সময়ে এই ভকুর্তায় আমরা শারদীয় দূর্গা উৎসবে কোনা মন্দিরে গিয়ে আপনাদের সাথ শুভেচ্ছা বিনিময় বা উপহার দিতে পারি নাই। আমরা গোপনে আপনাদেকে উপহার দিতে হতো। হিন্দু সম্প্রদায়ের সাথে আমাদের দূরত্ব সৃষ্টি করে রেখেছিল আওয়ামী লীগ। তবে এখন থেকে ভাকুর্তার হিন্দু সম্প্রদায়ের পাশে বিএনপি নেতাকর্মীরা থাকবে। তারা যাতে নির্ভীগনে শারদীয় দূর্গা উৎসব সহ সকল ধরনের পূজাপার্বণ পালন করতে পারে তার জন্য যত সহযোগিতা লাগে ভাকুর্তা বিএনপি করবে। সেই সাথে এবার দূগা পূজায় আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি বিএনপি নেতাকর্মীরাও তাদের নিরাপত্তায় কাজ করবে বলে জানান বক্তারা।
বিজ্ঞাপন