শনিবার , ২১ ডিসেম্বর, ২০২৪ | ৭ পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে পূজা মন্ডপ সমূহের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি সংক্রান্তে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
প্রকাশিত: ০৮:০৩ ২৬ সেপ্টেম্বর ২০২৪
আজ বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১০. টায় পঞ্চগড় পুলিশ সুপার, মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর সভাপতিত্বে পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৪ ইং উদযাপন উপলক্ষে নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে।
সভায় পূজা উদযাপন কমিটির জেলা ও থানা পর্যায়ের সভাপতি ও সাধারণ সম্পাদক গণ সহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে পুলিশ সুপার মতবিনিময় করেন।
মতবিনিময়কালে পুলিশ সুপার আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৪ খ্রি: উদযাপন উপলক্ষে সরকারি নির্দেশনা মোতাবেক যথাযথভাবে পূজা উদযাপন এবং আইন শৃংখলা সংক্রান্তে জেলা পুলিশ, পঞ্চগড় কর্তৃক প্রয়োজনীয় সহায়তা প্রদানের বিষয়ে আলোচনা করেন।
এছাড়া তিনি বলেন কোন ব্যক্তি বা গোষ্ঠী যাতে অপ্রীতিকর ঘটনা ঘটিয়ে আইন-শৃঙ্খলার অবনতি ঘটাতে না পারে সেজন্য জেলা পুলিশের সকল সদস্যদের সজাগ থাকার পাশাপাশি মতবিনিময় সভায় উপস্থিত সকলের সহযোগিতা কামনা করেন ।
এ সময় উপস্থিত ছিলেন,পঞ্চগড় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত এস. এম. শফিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) কনক কুমার দাস, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব আমিরুল্লা সহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার সদস্যবৃন্দ।
বিজ্ঞাপন