রবিবার , ২২ ডিসেম্বর, ২০২৪ | ৭ পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ০৬:২২ ২৫ সেপ্টেম্বর ২০২৪
ঠাকুরগাঁওয়ে বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে একজনের মৃত্যু হয়েছে। আজ বুধবার ২৫ সেপ্টেম্বর সকালে সদরের গুঞ্জরগড় গ্রামে এই ঘটনা ঘটে।
মারা যাওয়া কালাম মিয়া (৪৫) ওই এলাকার বাসিন্দা। এ নিয়ে গত ১২ ঘণ্টার ব্যবধানে এ জেলায় বজ্রপাতে চারজনের মৃত্যু হয়।
কালাম মিয়ার প্রতিবেশী এম এ সালাম রুবেল বলেন, আজ সকালে কালাম মিয়া পার্শ্ববর্তী এলাকায় বিলে মাছ ধরতে যায়। এ সময় বজ্রপাতে তিনি আহত হন। পরে স্থানীয়রা এসে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক কালাম মিয়াকে মৃত ঘোষণা করেন।
বিজ্ঞাপন