শনিবার , ২১ ডিসেম্বর, ২০২৪ | ৭ পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:৫৭ ২৩ সেপ্টেম্বর ২০২৪
গাজীপুরে সাংবাদিকদের সাথে জামায়াতে ইসলামী নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা এগারোটায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে স্থানীয় নিরিবিলি হোটেলে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার সেক্রেটারি অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ।
গাজীপুর জেলা জামায়াতের প্রচার সেক্রেটারি মোস্তাফিজুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন- অনুষ্ঠানের সভাপতি গাজীপুর জেলা জামায়াতের আমির ও কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ড. মো. জাহাঙ্গীর আলম।
এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন- ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি কুষ্টিয়া ইসলামি বিশ্ববিদ্যালয়ের শিবিরের সাবেক সভাপতি ও জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য ড. মো. মোবারক হোসেন, গাজীপুর জেলা জামায়াতের নায়েবে আমির ও কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য শেফাউল হক, সিনিয়র নায়েবে আামীর আবদুল হাকিম, গাজীপুর জেলা জামায়াতের সেক্রেটারি মোহাম্মদ সফিউদ্দিন, গাজীপুর জেলা জামায়াতের সাবেক আমির আবুল হাসেম খান, কালীগঞ্জ উপজেলা আমির মাহমুদুল হাসান,শ্রীপুর উপজেলা আমির মাওলানা নূরুল ইসলাম,শ্রীপুর পৌর আমির মাওলানা জাহাঙ্গীর কবির।
বক্তব্য দেন-গাজীপুর জেলা সাংবাদিক ফোরামের সভাপতি কাপাসিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সামসুল হুদা লিটন,ফোরামের জেলা সেক্রেটারি নয়াদিগন্ত পত্রিকার শ্রীপুর উপজেলার প্রতিনিধি আবুল কালাম আজাদ, গাজীপুর জেলা প্রেসক্লাবের সহ-সভাপতি রেজাউল বারী বাবুল, গাজীপুর সদর উপজেলা প্রেসক্লাবের সভাপতি ফরিদুল ইসলাম খাঁন, গাজীপুর সদর উপজেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি এসএম ফরিদ, বাংলাভিশনের গাজীপুর জেলা প্রতিনিধি ও দৈনিক নয়াদিগন্ত পত্রিকার কালিয়াকৈর প্রতিনিধি মীর মোহাম্মদ ফারুক, সাংবাদিক নেতা দেলোয়ার হোসেন,হাবিবুর রহমান হাবিব প্রমুখ।
বিজ্ঞাপন