রবিবার , ২২ ডিসেম্বর, ২০২৪ | ৭ পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:২৪ ১০ সেপ্টেম্বর ২০২৪
কুড়িগ্রামের চিলমারীতে এক ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে প্রকল্পের ৪লক্ষ টাকার চেক ছিড়ে ফেলার অভিযোগ উঠেছে। অভিযুক্ত ওই চেয়ারম্যানের নাম মোঃ আব্দুর রাজ্জাক মিলন। তিনি উপজেলার থানাহাট ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক ও থানাহাট ইউপি চেয়ারম্যান। ভুক্তভোগী ইউপি সদস্য মাহফুজার রহমানের চেক ছিড়ে ফেলা বক্তব্য সম্বলিত একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইস বুকে ভেসে বেড়াচ্ছে।
জানা গেছে,বে-সরকারি উন্নয়ন সংস্থা ন্যাশনার ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এনডিপি)'র বসতবাড়ি উচুকরণ প্রকল্পের আওতায় উপজেলার থানাহাট ইউনিয়নের ৭নং ওয়ার্ড রাজারভিটা এলাকায় একটি বসতবাড়ি উচুকরণ প্রকল্পের সভাপতি ছিলেন ওই ওয়ার্ডের সদস্য মাহফুজার রহমান। প্রকল্পের কাজের জন্য ইউপি সদস্য মাহফুজার রহমানের নামে ৪লাখ টাকার একটি ইস্যু হওয়া একটি চেক ছিড়ে ফেলেন থানাহাট ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও ইউনিয়ন পরিষদ ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুর রাজ্জাক মিলন। ভুক্তভোগী ইউপি সদস্য মাহফুজার রহমানের চেক ছিড়ে ফেলা বক্তব্য সম্বলিত একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইস বুকে ভেসে বেড়াতে দেখা যায়।
ইউপি সদস্য মাহফুজার রহমান বলেন,আমার এলাকায় একটি এনডিপি'র বসতবাড়ি উচুকরণ প্রকল্প বাস্তবায়ন হচ্ছে। এতে খরচ হিসেবে প্রকল্প কর্তৃক তার নামে ৪লক্ষ টাকার একটি চেক ইস্যু হয়। চেকটি পরিষদের সচিবসহ গত বৃহস্পতিবার (৫সেপ্টেম্বর) ব্যাংকে জমা করে চলে আসেন তিনি।রোববার (৮সেপ্টেম্বর) ব্যাংকে টাকা উত্তোলন করতে গেলে তৎক্ষনাত ইউপি চেয়ারম্যান ও স্থানীয় আওয়ামী লীগ নেতা আব্দুর রাজ্জাক মিলন ব্যাংকে উপস্থিত হন। আমার নামে চেক ইস্যু হওয়ায় প্রতিহিংসা বসত চেয়ারম্যান আমার সাথে বাকবিতন্ডার সৃষ্টি করেন। বসচার এক পর্যায়ে প্রকল্পের চেকটি হাতে নিয়ে ছিড়ে ফেলেন চেয়ারম্যান।
ইউপি সদস্য মাহফুজার রহমান আরও বলেন,এসময় তিনি (চেয়ারম্যান) বলেন,এখানে তুমি টাকা তুলতে পারবানা। টাকা লাগলে বাড়িতে আসো হিসাব নিকাশ করে ওখানে টাকা দিবো।
এবিষয়ে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউনিয়ন পরিষদ ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মিলন বলেন, অভিযোগটি মিথ্যা ও ভিত্তিহীন। আমি কোন ধরনের চেক ছিড়ে ফেলিনি। আর সেই চেক তো এখনো আমার কাছেই আছে। তাহলে ছেড়া চেক আমার কাছে থাকবে কি ভাবে?
বেসরকারি উন্নয়ন সংস্থার (এনডিপি) ব্যবস্থাপক শাহাআলম জানান, বিষয়টি আমার জানা নেই। এমন অভিযোগ পেলে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
অগ্রণী ব্যাংক চিলমারী শাখার ব্যবস্থাপক মনিরুল হাসান তানিন জানান, মেম্বার ও চেয়ারম্যান এর ইন্টারনাল সমস্যার কারণে চেকটি বাতিল করা হয়েছে।
বিজ্ঞাপন