রবিবার , ২২ ডিসেম্বর, ২০২৪ | ৭ পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ০৮:৪৭ ২ সেপ্টেম্বর ২০২৪
সাভারে পূর্ব শক্রতার জের ধরে বিশ^ বিদ্যালয়ের এক ছাত্রকে টেটা বিদ্ধ করা হয়েছে। আজ রবিবার উপজেলার বিরুলিয়া ইউনিয়নের ভবানীপুর এলাকায় এঘটনা ঘটে।
এলাকাবাসী জানায়,জমি সংক্রান্ত ও পূর্ব শক্রতার জের ধরে সাভারের সিটি ইউনিভার্টিতে বিএসসি সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে অধ্যায়ন করা মামুনকে (২৫) নিজ বাড়ি ভবানীপুরে টেটা বিদ্ধ করে গুরুতর আহত করে তারেই চাচা এসহাক আলী। এসময় মামুনের লোকজনও এসহাক আলীর ভাই জসিমকেও মারধর করেন। পরে আহত মামুনকে দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য সাভারের এনাম মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতালে ভর্তি করা হয়। এঘটনার পর থেকে এশেক আলী পলাতক রয়েছে।
স্থানীয় বিরুলিয়া ইউনিয়ন পরিষদের তিন নং ওয়ার্ডের ইউপি সদস্য বিল্লাল হোসেন বলেন,জমি সংক্রান্ত বিরোধের জের ধরে তাদের মাঝে মারামারি হয়েছে অন্য কিছু না।
এঘটনায় ভুক্তভোগী মামুনের পরিবার সাভার মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। এবিষয়ে সাভার মডেল থানার ওসি আতিকুল ইসলাম বলেন,তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
বিজ্ঞাপন