রবিবার , ২২ ডিসেম্বর, ২০২৪ | ৭ পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৫৫ ৩১ আগস্ট ২০২৪
দেশের চলমান বন্যা পরিস্থিতিতে সহায়তায় প্রথম থেকে কাজ করে চলছে গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার অনলাইন উদ্যোক্তার একটি সংগঠন "স্মার্ট শ্রীপুর উদ্যোক্তা পরিবার গাজীপুর" সংকটাপন্ন বন্যা কবলিত এলাকায় উদ্ধার কার্যক্রমের পাশাপাশি সকল ধরণের মানবিক সহায়তা প্রদানে নিরলস কাজ করে যাচ্ছে সংগঠনটির স্বেচ্ছাসেবকরা।
এরইমধ্যে পানিবন্দী মানুষদের উদ্ধার, শুকনো খাবার ও বিশুদ্ধ খাবার পানি বিতরণ, জরুরি প্রাথমিক চিকিৎসাসেবা ও পারিবারিক যোগাযোগ পূনঃস্থাপনে সহায়তাসহ প্রয়োজনীয় সতর্কবার্তা প্রচার করছেন।
স্মার্ট শ্রীপুর উদ্যোক্তা পরিবার গাজীপুর গ্রুপের পরিচালক -রাকিবুল হাসান, মিজান শেখ, আব্দুল্লাহ ইমরান, ও তুহিন আকন্দ-এর পরিচালনায় সংগঠনটি স্থানীয় সেচ্ছাসেবীদের সহযোগিতায় বিভিন্ন ভাগে বিভক্ত হয়ে কাজ করেছে। পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে শ্রীপুর থেকে সাড়ে ১৭ ঘন্টা পর নোয়াখালীর বেগমগঞ্জের বন্যা কবলিত দূর্গম এলাকাগুলোতে ১৩০ পরিবারের মাঝে চাল,ডাল,তেল লবণ,ঔষধব সহ নিত্য প্রয়োজনীয় ১৮টি খাবার আইটেম বিতরণ কাজ চলমান। বর্ণিত কার্যক্রম বাস্তবায়নে প্রায় ১ লক্ষ ৩৯ হাজার টাকার আর্থিক সহায়তা প্রদান করা হয় "স্মার্ট শ্রীপুর উদ্যোক্তা পরিবার গাজীপুর গ্রুপ" এর পক্ষ থেকে।
চলমান বন্যায় মানবিক সহায়তা পৌঁছানোর লক্ষ্যে স্মার্ট শ্রীপুর উদ্যোক্তা পরিবার গাজীপুর গ্রুপ" এর পক্ষ থেকে তহবিল সংগ্রহের উদ্যোগ চলমান থাকবে। এই চলমান সংকট মোকাবিলায় স্থানীয় প্রতিষ্ঠান, দানশীল ব্যক্তিবর্গ ও প্রবাসীদের নিকট সহায়তার জন্য আবারো আহ্বান করা হয়েছে। বিকাশ অথবা স্মার্ট শ্রীপুর উদ্যোক্তা পরিবার গাজীপুর গ্রুপের এডমিন, মডারেটরের সাথে যোগাযোগ করে ডোনেট করা যাবে।
গ্রুপের পরিচালক রাকিবুল হাসান জানান, বন্যাকবলিত নোয়াখালীর কিছু এলাকায় আমাদের সেচ্ছাসেবকরা আন্তরিকতার সঙ্গে নিরলসভাবে কাজ করছে।বন্যার পানি কিছুটা কমে গেলেও কিছু এলাকায় পানি বন্দী সহ ঘর বাড়ি পূর্ণ নির্মাণে মানবিক সহায়তার লক্ষে সহযোগী হিসেবে বন্যার্তদের মানবিক সহায়তা আবারো জরুরী মনে করছি তাই ৩য় ধাপে আমাদের তহবিলে সহযোগিতা জমা হলে আবারো ঘর বাড়ি পূর্ণ নির্মাণে সার্বিক সহযোগিতা সহ জানমালের ক্ষয়ক্ষতি নিরসনে বন্যাকবলিত মানুষের পাশে থাকবে"শ্রীপুর স্মার্ট শ্রীপুর উদ্যোক্তা পরিবার গাজীপুর গ্রুপ।
বিজ্ঞাপন