রবিবার , ২২ ডিসেম্বর, ২০২৪ | ৭ পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ০৬:৫৩ ২৭ আগস্ট ২০২৪
‘মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য’, আবার কখনো ‘ধনো ধান্যে পুষ্পে ভরা, আমাদের এই বসুন্ধরা’, এমন সব কালজয়ী গান গেয়ে বন্যার্তদের জন্য অর্থ সংগ্রহ করলেন পাবনার সাংস্কৃতিক অঙ্গনের শিল্পীরা।
সোম ও মঙ্গলবার দুইদিন ধরে তারা শহরের বিভিন্ন স্থানে দাঁড়িয়ে গান পরিবেশন করেন ও অর্থ সংগ্রহ করেন।
শহরের সাংস্কৃতিক চত্বর, লতিফ টাওয়ার, এ আর কর্ণার, এ আর প্লাজা, হক সুপার মার্কেট, শাহ আলম মার্কেট, রায়ের বাজার, আল আকসা মর্কেটসহ বিভিন্ন স্থানে বন্যার্তদের জন্য গান গেয়ে সহযোগিতা চেয়ে হাত বাড়ান সংগীত শিল্পীরা। এ সময় সংগীত শিল্পীদের আহবানে সাড়া দিয়ে এগিয়ে আসেন শিক্ষক-শিক্ষার্থী, শ্রমজীবি মানুষ, ব্যবসায়ী থেকে সব শ্রেণি পেশার মানুষ।
এ সময় সংগীত পরিবেশন করেন কণ্ঠশিল্পী সুমন সরকার, পাভেল ওয়াহিদ, রবিরাজ, সুজন বৈরাগী, অ্যাটুইন ব্যান্ডের পরিচালক মাহবুবুল ইসলাম লিটন, নাট্যশিল্পী গৌতম কুমার, সোনার বাংলা মা একাডেমীর সাধারণ সম্পাদক সুমন আলী, জোহান, জনমসহ অন্যান্য শিল্পীবৃন্দ।
সোনার বাংলা মা একাডেমীর সাধারণ সম্পাদক সুমন আলী জানান, ’বন্যা দুর্গতরা সীমাহীন কষ্টের মধ্যে আছে। তাদের পাশে দাঁড়াতে এই উদ্যোগ। সংগৃহিত অর্থ দায়িত্বশীল ও বিশ্বস্ত কোনো সংগঠনের মাধ্যমে বন্যার্ত মানুষের মাঝে প্রয়োজনীয় জিনিসপত্র কেনার জন্য দেওয়া হবে।
বিজ্ঞাপন