রবিবার , ২২ ডিসেম্বর, ২০২৪ | ৭ পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:১৭ ২৬ আগস্ট ২০২৪
কুড়িগ্রামে বীর মুক্তিযোদ্ধা, বিশিষ্ট নাট্যকার, নাট্যাভিনেতা, গীতিকার ও সংস্কৃতিজন দেবব্রত বকসী বুলবুলের প্রয়াণে নাগরিক শোকসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেল ৪টায় কুড়িগ্রাম প্রেসক্লাবস্থ সৈয়দ শামসুল হক মিলনায়তনে অনুষ্ঠিত শোক সভায় সভাপতিত্ব করেন বিশিষ্ট সাংবাদিক শ্যামল ভৌমিক।
অনুষ্ঠানে কবি জোতি আহমেদের সঞ্চালনায় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা এস.এম হারুন অর রশীদ লাল, সাবেক সিভিল সার্জন ডা. এস.এম আমিনুল ইসলাম, সমাজকর্মী মানিক চৌধুরী, মহিলা পরিষদের সভাপতি রওশন আরা চৌধুরী, সনাক সভাপতি এডভোকেট আহসান হাবীব নীলু, প্রেসক্লাবের সভাপতি রাজু মোস্তাফিজ, সাধারণ সম্পাদক আব্দুল খালেক ফারুক, সংস্কৃতিজন দুলাল বোস, ইউসুফ আলমগীর, হাবিবুর রহমান দুলাল, আলতাফ হোসেন, ইকবাল হোসেন বাবলা, আশিষ বকসী, পার্থ প্রতীম চক্রবর্তী, প্রয়াতের সন্তান মিঠুন কুমার বকসী প্রমুখ।
বক্তারা বলেন, সকলের শ্রদ্ধাভাজন প্রয়াত দেবব্রত বকসী বুলবুলের সকল ধরণের লেখা ও অর্জনকে ধরে রাখার জন্য একটি গ্রন্থ প্রকাশের উদ্যোগ নেয়া হয়।
বিজ্ঞাপন