রবিবার , ২২ ডিসেম্বর, ২০২৪ | ৭ পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৩৭ ২ ডিসেম্বর ২০২৪
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) নতুন উপ-উপাচার্য ও কোষাধ্যক্ষ নিয়োগ দেওয়া হয়েছে। এতে উপ-উপাচার্য হিসেবে আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. এম এয়াকুব আলী ও কোষাধ্যক্ষ হিসেবে অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম নিয়োগ পেয়েছেন। আগামী ৪ বছর তারা এ দায়িত্ব পালন করবেন।
সোমবার (২ ডিসেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব শাহীনুর ইসলাম স্বাক্ষরিত আলাদা প্রজ্ঞাপন থেকে এ তথ্য জানা যায়।
প্রজ্ঞাপন সূত্রে, ইসলামী বিশ্ববিদ্যালয় আইন, ১৯৮০ এর ১১ (ক) (১) ধারা মোতাবেক রাষ্ট্রপতি ও উপাচার্যের অনুমোদনক্রমে উপ-উপাচার্য পদে আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. এম এয়াকুব আলীকে ও ইসলামী বিশ্ববিদ্যালয় আইন, ১৯৮০ (সংশোধিত আইন, ২০১০) এর ১২(১) ধারা মোতাবেক কোষাধ্যক্ষ পদে অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলমকে নিয়োগ দেন। আগামী ৪ বছর তারা এ দায়িত্ব পালন করবেন। উপযুক্ত পদে তারা তাদের বর্তমান পদের সমপরিমাণ বেতনভাতাদি প্রাপ্য হবেন। বিশ্ববিদ্যালয়ের সংবিধি ও আইন দ্বারা নির্ধারিত ও উপাচার্য কর্তৃক প্রদত্ত ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন। তবে আচার্য ও উপাচার্য প্রয়োজন মনে করলে যে কোন সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন।
বিজ্ঞাপন