ইবিতে শব্দ দূষণ রোধে মাইক ব্যবহারে নিষেধাজ্ঞা

ইবিতে শব্দ দূষণ রোধে মাইক ব্যবহারে নিষেধাজ্ঞা

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) শব্দ দূষণ রোধে যেকোনো ধরনের সাউন্ড মাইক ব্যবহারে নিষেধাজ্ঞা দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। শনিবার (৩০ নভেম্বর) বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের আদেশক্রমে প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান স্বাক্ষরিত বিবৃতি এ নির্দেশ দেওয়া হয়।

বিবৃতি সূত্রে, ইসলামী বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে শব্দ দূষণ রোধকল্পে যে কোন ধরনের সাউন্ড মাইক ব্যবহার না করার জন্য অনুরোধ করা হলো। অতি প্রয়োজনে সাইন্ড মাইক ব্যবহার করতে হলে প্রক্টরের পূর্ববর্তী লিখিত অনুমতি নিয়ে ব্যবহার করতে হবে।'

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান বলেন, 'সময়-অসময় বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে মাইক ব্যবহারে বিভিন্ন বিভাগের পরীক্ষা দিতে শিক্ষার্থীদের সমস্যা হচ্ছে। এছাড়া শব্দ দূষণ তো হচ্ছেই। নিরাপদে ক্লাস পরীক্ষা দেয়াসহ শব্দদূষণ রোধে আমার অনুমতি ব্যতিত কেউ যেন আর 
সাউন্ড মাইক ব্যবহার না করে। এজন্য সকলের সহযোগিতা কাম্য।'

বিজ্ঞাপন