রবিবার , ২২ ডিসেম্বর, ২০২৪ | ৭ পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ০১:০১ ১৫ নভেম্বর ২০২৪
ইসলামী বিশ্ববিদ্যালয়ের সামাজিক, স্বেচ্ছাসেবী এবং অরাজনৈতিক সংগঠন কাম ফর রোড চাইল্ড (সিআরসি) এর উদ্যোগে সংগঠনের স্কুলের শিশুদের নিয়ে এক বেলার আহারের আয়োজন করা হয়েছে। শুক্রবার ( ১৫ নভেম্বর) বাদ জুমা স্কুলের শিশুদের মাঝে এ উন্নত মানের খাবার পরিবেশনা করেন সংগঠনটি। এসময় উপস্থিত ছিলেন সিআরসি স্কুলের পরিচালক সাইফুল ইসলাম, সংগঠনের সাবেক সভাপতি শাহীদ কাওসার, সহ-সভাপতি মোরছালিন এবং সাবেক স্কুল শিক্ষক মোহসিনা ঐশী।
এ বিষয়ে সিআরসি স্কুলের পরিচালক সাইফুল ইসলাম বলেন, “আমরা এই শিশুদের শুধু শিক্ষাদানের মাধ্যমে গড়ে তোলার চেষ্টা করছি না, বরং তাদের মানসিক বিকাশ ও মৌলিক চাহিদা পূরণের দিকেও আমাদের সাধ্যমতো নজর দিচ্ছি। আজকের এই আয়োজন তাদের প্রতি আমাদের দায়িত্ববোধের একটি ক্ষুদ্র উদাহরণ, যাতে তারা নিজেদের ভবিষ্যৎ গড়ার সাহস পায়।”
সংগঠনের সাবেক সভাপতি শাহীদ কাওসার বলেন, “এ ধরনের আয়োজনে অংশগ্রহণ সবসময়ই আমার জন্য গর্বের বিষয়। সুবিধাবঞ্চিত শিশুদের জন্য আমাদের এই উদ্যোগ সমাজে পরিবর্তন আনার একটি প্রয়াস। আমাদের এই ভালোবাসা ও সহানুভূতি তাদের জীবনের বড় প্রেরণা হতে পারে।”
এই বিশেষ আহার আয়োজনের মাধ্যমে সংগঠনের সদস্যরা সুবিধাবঞ্চিত শিশুদের প্রতি সমাজের সহানুভূতিশীল দৃষ্টিভঙ্গির গুরুত্ব তুলে ধরেছেন। এছাড়া তারা শিশুদের জীবনের মৌলিক অধিকার নিশ্চিত করার লক্ষ্যে তাদের কর্মসূচি অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।
উল্লেখ্য, ২০১৬ সালে ইসলামী বিশ্ববিদ্যালয়ে সিআরসি যাত্রা শুীি করে। সুবিধাবঞ্চিত শিশুদের জন্য নিয়মিত পাঠদানের উদ্দেশ্যে ক্যাম্পাসের পার্শ্ববর্তী এলাকায় কাম ফর রোড চাইল্ড (সিআরসি) স্কুলের ২০২৪-২৫ অর্থবছরের ক্লাস উদ্বোধন করা হয়েছে। পাশাপাশি তাদের মানসিক বিকাশ ও সামাজিক দায়িত্বশীলতার দৃষ্টান্ত স্থাপন করে আসছে এ সংগঠনটি।
বিজ্ঞাপন