রবিবার , ২২ ডিসেম্বর, ২০২৪ | ৭ পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ০৬:১২ ৭ নভেম্বর ২০২৪
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, 'বিশ্ববিদ্যালয়ে ছাত্র মূল্যায়ন চালু করবো। যাতে শিক্ষার্থীরা তাদের শিক্ষাগত অভিজ্ঞতা সম্পর্কে
মতামত এবং মন্তব্য ব্যক্ত করতে পারে। এটি শিক্ষকদের বিরূদ্ধের কোনো বিষয় না বরং এর মাধ্যমে শিক্ষকরা আরও উন্নত করবে তাদের শিক্ষাকে।'
বুধবার ( ৬ নভেম্বর) বেলা ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের মীর মশাররফ ভবনের ২৩৭ নং কক্ষে আইন বিভাগের স্নাতকোত্তর ২০২১-২২ বর্ষের শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে উপাচার্য বলেন, 'বিশ্ববিদ্যালয় থেকে অর্জিত জ্ঞান দিয়ে তোমরা জাতির কল্যাণের জন্য কাজ করবে। এখন যে জীবনে তোমরা প্রবেশ করছো এটা হচ্ছে দায়িত্ববোধের জায়গা। এখানে প্রথমত তোমাকে সেল্প রেগুলেইটেড হতে হবে। নিজেই নিজেকে চালনা করতে হবে। এখন কেউ আর তোমাকে এটা করো, ওটা করো এমন নির্দেশ দিবে না প্রতিনিয়ত। বরং নিজেকে নিজেই নির্দেশনা দিতে হবে। দ্বিতীয়ত সময়নিষ্ঠা হতে হবে। মানুষ ততটুকুই পায় যতটুকু সে প্রচেষ্টা করে। কঠোর পরিশ্রম ছাড়া কখনো সফল হওয়া যায় না।
এজন্য কঠোর পরিশ্রম করতে হবে। সততা, সত্যবাদিতা সবসময় যেন তোমাদের মধ্যে থাকে। সৎ না থাকলে তোমরা এদেশের কল্যাণ করতে পারবে না।'
আইন বিভাগের সভাপতি অধ্যাপক ড. রেবা মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি ছিলেন, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মোঃ শাহীনুজ্জামান, বিভাগের সহযোগী অধ্যাপক করিম, অধ্যাপক ড. শাহজাহান মন্ডল, অধ্যাপক ড. নূরুন নাহার, অধ্যাপক ড. হালিমা খাতুন,
অধ্যাপক ড. আনিচুর রহমান, অধ্যাপক ড. সৈয়দা সিদ্দীকা, অধ্যাপক ড. রেহেনা পারভিন, অধ্যাপক ড. মাকসুদা আক্তার, সহযোগী অধ্যাপক ড. আরমীন খাতুন। এসময় শাখা কর্মকর্তা ও বিভাগের বিভিন্ন বর্ষের দুই শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বিভাগের শিক্ষকবৃন্দ বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে ভবিষ্যতে জীবনের জন্য বিভিন্ন দিকনির্দেশনা দেন। এসময় বিদায়ী শিক্ষার্থীদের একাংশ তাদের অনুভূতি ব্যক্ত করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিদায়ী শিক্ষার্থীদের মাঝে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। পরে গান, নাচ, নাটকসহ নানা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।
বিজ্ঞাপন