রবিবার , ২২ ডিসেম্বর, ২০২৪ | ৭ পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৫০ ৫ নভেম্বর ২০২৪
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, 'বিশ্ববিদ্যালয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং পবিত্র ও প্রোডাক্টিভ জায়গা হলো তোমার শ্রেণিকক্ষ। অন্য কোনো বিচরণক্ষেত্র তোমার আনন্দময় হতে পারে, কিন্তু এতো পবিত্র, এতো প্রোডাক্টিভ না। সবচেয়ে গুরুত্বপূর্ণ তোমার শ্রেণিকক্ষ। শ্রেণিকক্ষে কখনোই অনুপস্থিত থাকবে না।'
মঙ্গলবার ( ৫ নভেম্বর) বেলা এগারোটায় বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে ব্যবস্থাপনা বিভাগের ২০২৩-২৪ বর্ষের নবীনবরণ এবং স্নাতকত্তোর- ২০২২ ব্যাচের বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ব্যবস্থাপনা বিভাগের সভাপতি অধ্যাপক ড. গোলাম মহিউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. আ ব ম ছিদ্দিকুর রহমান আশ্রাফী, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. শেলীনা নাসরীন, ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. আব্দুল হান্নান শেখ ও একই বিভাগের এলামনাই এসোসিয়েশন ফাউন্ডিং সেক্রেটারি আবু সায়েম খান।
অনুষ্ঠানে নবীনদের উদ্দেশ্যে উপাচার্য বলেন, 'বিশ্ববিদ্যালয় জীবনের পাঁচ বছর তোমরা সময়ের সবচেয়ে ভালো ব্যবহার কর। তোমার সময়কে তোমরা নষ্ট করো না। সময় গেলে সাধন হবে না। এখানে যদি ভালোভাবে না পড়, ভবিষ্যৎ জীবনকে কিন্তু সুন্দর করতে পারবে না। শিক্ষকদের সাথে থাকবে তোমাদের সবচেয়ে ভালো সম্পর্ক।তোমাদের সবচেয়ে বেশি যোগাযোগ হবে শিক্ষকদের সঙ্গে।'
বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, 'আজ যারা বিশ্ববিদ্যালয় থেকে বিদায় নিচ্ছো এই বিশ্ববিদ্যালয় তোমাদের হৃদয়ে গ্রোথিত থাকবে। এই বিশ্ববিদ্যালয় থেকে অর্জিত জ্ঞান দিয়ে তোমরা জাতির কল্যাণের জন্য কাজ করবে। সৎ থাকবে, কঠোর পরিশ্রম করবে। সততা, সত্যবাদিতা সবসময় যেন তোমাদের মধ্যে থাকে। সৎ না থাকলে তোমরা এদেশের কল্যাণ করতে পারবে না।'
বিভাগের শিক্ষার্থী নাজমুল হোসেন ও জাকিয়া পারভিন অন্তুর সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. আলীনূর রহমান। এসময় নবীন শিক্ষার্থী বায়েজিদ বোস্তামী, বিদায়ী এমবিএ ব্যাচের শিক্ষার্থী গোলাম রব্বানী, আবু সোহান ও স্বর্ণা সাহা তাদের অনুভূতি ব্যক্ত করেন।
অনুষ্ঠানে ফুল দিয়ে অতিথি ও নবীনদের বরণ করে নেয়া হয় এবং বিদায়ী শিক্ষার্থীদের মাঝে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
বিজ্ঞাপন