রবিবার , ২২ ডিসেম্বর, ২০২৪ | ৭ পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ০৬:৪৮ ৩ নভেম্বর ২০২৪
দুর্বৃত্তদের হামলায় আহত ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থী মশিউর রহমানের চিকিৎসায় সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। শনিবার (২ নভেম্বর) ঝিনাইদহ সদর হাসপাতালে দেখতে যান উপাচার্য। এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মোঃ শাহিনুজ্জামান ও ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের শিক্ষকবৃন্দ।
সরেজমিনে দেখা যায়, উপাচার্য আহত মশিউর রহমানের চিকিৎসার যাবতীয় খোঁজ খবর নেন এবং চিকিৎসার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। এসময় সরকারের নিকট দোষীদের আইনের আওতায় এনে যথোপযুক্ত শাস্তি প্রদানেরও দাবি জানান তিনি।
প্রসঙ্গত, শিক্ষার্থী পরিচয় দিয়েও থেকে রেহায় পায়নি ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) এক শিক্ষার্থী। গত ৩১ অক্টোবর রাতে টিউশন থেকে ফেরার পথে ঝিনাইদহের আরাপপুরে দুর্বৃত্তদের হামলায় জখম হয় মশিউর। পরে তাকে গুরুতর আহত অবস্থায় ঝিনাইদহ সদর হাসপাতালে চিকিৎসাধীন রাখা হয়। পরে গত ১ নভেম্বর দুর্বৃত্তদের হামলার প্রতিবাদে ও হামলাকারীদের দ্রুত বিচার দাবিতে মানববন্ধন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা। ভুক্তোভোগী বিশ্ববিদ্যালয়ের ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের ২০১৮-১৯ বর্ষের শিক্ষার্থী।
বিজ্ঞাপন