রবিবার , ২২ ডিসেম্বর, ২০২৪ | ৭ পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:৪৮ ১৭ অক্টোবর ২০২৪
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপাচার্য অধ্যাপক ড. নকীব এম নসরুল্লাহ ছুটির দিনে বিশ্ববিদ্যালয়ের দুই আবাসিক হল পরিদর্শন করেছেন। এসময় শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করে সার্বিক বিষয়ে খোঁজ-খবর নেন উপাচার্য।
বৃহস্পতিবার (১৭ অক্টোবর) দুপুর ১টার দিকে শেখ রাসেল হলের ডাইনিং, লাইব্রেরি পরিদর্শন করেন। পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল পরিদর্শন করেন। এসময় বিশ্ববিদ্যালয়ের থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. আ ব ম সিদ্দিকুর রহমান আশ্রাফী উপস্থিত ছিলেন।
জানা যায়, উপাচার্য শিক্ষার্থীদের সার্বিক খোঁজ-খবর নেন, হলের ডাইনিংয়ের খাবারের মান ঠিক আছে কিনা, লাইব্রেরিতে পর্যাপ্ত বই আছে কিনা, কোনো দাবি-দাওয়া আছে কিনা বা কারো কোনো অসুবিধা হচ্ছে কিনা সে বিষয়ে জানতে চান। এসময় শিক্ষার্থীরা তাদের দাবি-দাওয়া ও প্রত্যাশা ব্যক্ত করেন।
শেখ রাসেল হলের আবাসিক শিক্ষার্থী অর্নব হাসান বলেন, আমাদের খুব ভালো লাগা কাজ করছে যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আমাদের হল পরিদর্শন করেছেন। আমাদের দীর্ঘদিন ধরেই অনেক দাবি দাওয়া ছিলো, হল প্রভোস্ট না থাকায় সেই দাবীগুলো আমরা যথাযথ কর্তৃপক্ষের নিকট পৌঁছাতে পারিনি। কিছুদিন আগেই আমাদের প্রভোস্ট নিয়োগ হয়েছে, শিক্ষার্থীদের সাথে উনার মতবিনিময়ের কথা থাকলেও তার আগেই ভিসি স্যার আমাদের সাথে এসে দেখা করেছেন। এটা দেখে সাধারণ ছাত্র হিসেবে আমরা উচ্ছ্বাসিত। আমাদের কিছু দাবি ভিসি স্যারের নিকট উত্থাপন করি। যেমন: হলের রিডিং রুমের জায়গা খুবই কম তাই টিভি রুমটা পার্টিশন করে সেখানে রিডিং রুমের ব্যবস্থা করা, খাবারের মান ও স্বাদ পরিবর্তনে রাধুনী পরিবর্তন করা, হলের ফিসগুলোতে হিসেবের স্বচ্ছতা যেন থাকে।
হল পরিদর্শন ও শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে উপাচার্য তৎক্ষনাৎ পরিবর্তনের আশ্বাস দেন। এই দাবি-দাওয়া যদি কয়েকদিনের মধ্যে পূরণ না হয় তাহলে পুনরায় শিক্ষার্থীদের সাথে বসার আশ্বাস দেন।
বিজ্ঞাপন