রবিবার , ২২ ডিসেম্বর, ২০২৪ | ৭ পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ০১:০৮ ৫ অক্টোবর ২০২৪
ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, "ক্লাস টাইমে সব শিক্ষার্থী থাকবে ক্লাসে। শিক্ষার্থীরা দলবেঁধে আড্ডা দিচ্ছে এমনটি দেখতে চাই না। ক্লাস টাইমে সমস্ত ক্যাম্পাস ফাঁকা থাকবে, সব শিক্ষার্থী থাকবে ক্লাসে। এটাই আমার স্বপ্ন।"
শনিবার (০৫ অক্টবর) দুপুর ১২টায় পরমাণুবিজ্ঞানী ড. এম এ ওয়াজেদ মিয়া বিজ্ঞান ভবনের ১০২ নম্বর কক্ষে।
আমেরিকান সোসাইটি ফর মাইক্রোবায়োলজি (এএসএম) স্টুডেন্ট চ্যাপ্টার উদ্বোধন ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এসময় প্রতিযোগিতায় বিজয়ীদের ক্রেস্ট ও সনদ ও অতিথিদের ক্রেস্ট প্রদান করা হয়।
অনুষ্ঠানে শিক্ষকদের উদ্দেশ্যে উপাচার্য বলেন, "পোস্ট-পজিশন অটোমেটিক্যালি আসে। আপনারা এজন্য লালায়িত হবেন না, আপনাদের লক্ষ্য থাকবে একজন ভালো শিক্ষক, ভালো প্রফেসর হওয়া। শিক্ষকদের সাথে শিক্ষার্থীদের যদি সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক না হয়, তাহলে শিক্ষার্থীরা প্রকৃত জ্ঞান অর্জন করতে পারবে না।"
তিনি আরো বলেন, একটি দূষিত সমাজে যখন আমি খুব জনপ্রিয় হবো, মনে হবে যে আমিও দূষিত। আর যখন এমন সমাজে আমি অজনপ্রিয় হবো, তাহলে মনে করবেন যে আমি ঠিক কাজটিই করছি।
অনুষ্ঠানে এএসএম কান্ট্রি ডিরেক্টর, বাংলাদেশের অ্যাম্বাসেডর ও বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ মিন্নাতুল করিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। বিশেষ অতিথি ছিলেন জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. রেজওয়ানুল ইসলাম। এছাড়াও অতিথি হিসেবে ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি বিভাগের অধ্যাপক ড. আবুল কালাম আজাদ। অনুষ্ঠানে প্রেজেন্টেশনের মাধ্যমে আমেরিকান সোসাইটি ফর মাইক্রোবায়োলজি (এ এস এম) স্টুডেন্ট চ্যাপ্টার বিষয়ে তুলে ধরেন ইবির সভাপতি শোভন সাহা।
বিজ্ঞাপন